ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার টন চাল
সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ডিডিএস।
সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে এই চাল এসেছে।
এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

Comments are closed.