৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটি থাকার বিধানও বাতিল করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাই এই কমিটির সদস্য হবেন।

বৃহস্পতিবার (২০মার্চ) নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটিগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ফলে নির্বাচন আগে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে থাকার বিধান বাতিল করে শুধু কমিশনের কর্মকর্তাদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

পরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের কোনো আদেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, শর্ত পূরণ হলেই দেওয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন।

You might also like

Comments are closed.