‘যায়যায়দিন’ ফিরে পেলেন শফিক রেহমান

১৮ বছর পর দৈনিক যায়যায়দিন পত্রিকা ফিরে পেলেন শফিক রেহমান। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে শফিক রেহমানকে দৈনিক যায়যায়দিন-এর ডিক্লেয়ারেশন দেওয়া হয়।

এর আগে গত ১২ মার্চ সাঈদ হোসেন চৌধুরীর নামে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ।

২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন শফিক রেহমান। বিষয়টি ২০০৮ সালের আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টেও প্রকাশিত হয়েছিল। এর ১৮ বছর পুনরায় পত্রিকাটি নিজের নামে ফিরে পেলেন।

You might also like

Comments are closed.