এবার করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। একের পর এক দেশে ছড়িয়ে পড়ে লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। নিহত হচ্ছেন অনেকে। এবার আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। খবর বিবিসির।

জ্বর এবং গলা ব্যাথা থেকে অসুস্থ বোধ করেন ডুটন। এরপর দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। তারপর মেডিক্যাল পরীক্ষার পর করোনা পজিটিভ আসে তার।

সম্প্রতি এক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন পিটার ডুটন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনায় সংক্রমিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী সহ ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

You might also like

Comments are closed.