বাংলাদেশ নিয়ে মন্তব্যে অস্বীকৃতি ট্যামি ব্রুসের, বললেন ‘এটি কূটনৈতিক বিষয়’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস কোনো সরাসরি জবাব দেননি। তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবে উল্লেখ করে আগাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর, পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন দায়িত্ব পালন করছেন—এমন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে চান।

জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা বলছেন। অবশ্যই, অন্য দেশে কী ঘটছে তা কীভাবে আমরা (যুক্তরাষ্ট্র) এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন দেখবে, তা বেশ কিছু দিক নিয়ে চিন্তা করা হয়।’

এখানে, প্রশ্নকারী যখন বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি কথা বলেন, তখন ট্যামি ব্রুস বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন, তবে কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কথোপকথন হতে পারে—এ বিষয়ে আমি এখানে অনুমান করতে চাই না। আপনি চাইবেন না যে আমি এটি অনুমান করি।’

এরপর প্রশ্নকারী সাংবাদিক আবার প্রশ্নটি পুনরায় করার ইচ্ছা প্রকাশ করলে, ব্রুস বলেন, ‘আমি যা বলব না, তা হলো—সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক আলোচনা অথবা একটি নির্দিষ্ট দেশে কী ঘটছে সে বিষয়ে কোনো মনোভাব প্রকাশ করা, কারণ এটি কূটনৈতিক আলোচনার অংশ। এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এবং বিশেষ কোনো ফলাফল নিয়ে অনুমানও করব না।’

You might also like

Comments are closed.