সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে, দেখাব না: ড্যানি ড্যানন

আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গাজায় নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চলবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভিডিও বার্তা দিনে ড্যানি ড্যানন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ‘ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না।’

ড্যানি ড্যানন বলেন, আমরা নিরাপত্তা পরিষদের কাছে এটা স্পষ্ট করে বলব, যদি তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরায়েলে ফিরে আসছে। আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার গাজায় ব্যাপক আকারে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০০ ছাড়িয়েছে। ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি।

আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশির ভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় অগ্রগতি না হওয়ায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

You might also like

Leave A Reply

Your email address will not be published.