ঐকমত্য কমিশন ও রাজনীতিকদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকার একটি হোটেলে এই গোলটেবিল আলোচনা শুরু হয়।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে আজ সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান গুতেরেস।

বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে এক বৈঠক শেষে তিনি ভবন পরিদর্শন করেন।

গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.