গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ )সকাল আটটায় উপজেলার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক মো. ওবায়দুল (৩০)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে এক নারীর বয়স আনুমানিক ৫০ এবং পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর এলাকা থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়া এলাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নামাশুলাই এলাকার বাসিন্দা মো. রহমত আলী বলেন, কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটিতে অসংখ্য বাঁক রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

You might also like

Comments are closed.