দোন্নারুম্মার বীরত্বে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ম্যাচটা যখন টাইব্রেকারে গড়ায়, হয়তো একটু বেশিই আশাবাদী ছিল লিভারপুল। ইতিহাস পক্ষে আছে, গ্যালারিভরা দর্শক পাশে আছে, আর গোলপোস্টের নিচে আছেন একজন আলিসন বেকার।

কিন্তু লিভারপুলের জন্য কাজে লাগল না কিছুই। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতটা পিএসজির করে তুললেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার দোন্নারুম্মার বীরত্বে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ অভিযান শেষ প্রথম নকআউটেই।

৩৬ দলের লিগ পর্ব দিয়ে শুরু হওয়া এবারের চ্যাম্পিয়নস লিগে লিভারপুলই সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় জায়গা করেছিল। কিন্তু প্লে-অফ খেলে আসা পিএসজির কাছে দুই লেগেই হাঁসফাঁস করেছে আর্নে স্লটের দল।

গত সপ্তাহে প্রথম লেগে খুব বাজে খেলেও সৌভাগ্যক্রমে শেষ দিকের এক গোলের সুবাদে প্যারিস থেকে ১-০ ব্যবধানে ফিরেছিল লিভারপুল। সে দিন পুরো ম্যাচ ভালো খেলেও গোলের অভাবে পিছিয়ে পড়েছিল পিএসজি।

আজ বুধবার (১২ মার্চ) অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছে ফরাসি ক্লাবটি। ১২তম মিনিটে পিএসজিকে গোল এনে দেন উসমান দেম্বেলে।

দেম্বেলের গোলের সুবাদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ১-১। এরপর ম্যাচের বাকিটা সময় গোলের প্রবল চেষ্টা করে গেছে দু দলই। কিন্তু গোল পায়নি কেউই। ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলাও সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.