আমিনবাজারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারের আমিবাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

মঙ্গলবার(১১ মার্চ ) সকাল সোয়া নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

পাওয়ার গ্রিডের এ কেন্দ্র ৪০০/১৩২ কেভির। এখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের একটি সূত্র প্রথম আলোকে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট সেখানে যায়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে এই আগুন লাগার ঘটনায় পিজিসিবির প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানের নেতৃত্বে ৫ সদস‍্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ‍্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.