বনানী সড়ক-এক্সপ্রেসওয়ে বন্ধ, ভোগান্তি চরমে

রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ সোমবার (১০ মার্চ) সকাল ১১টা পর্যন্তও অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানযট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ আছে।

বনানীর মারুফ স্টোরের কর্মচারী মো. তুহিন বলেন, ‘সকাল ৭টায় ঘুম ভেঙে দোকান খুলেই দেখি রাস্তা বন্ধ। দুইপাশের যাত্রীরা ফুটপাত দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। ফুটপাতেও অনেক ভিড় ছিল। তাই সেখানেও হাঁটতে পারছিলেন না সাধারণ মানুষ।’

সোনা মিয়া (৬০) বলেন, ‘স্ত্রীসহ কচুক্ষেত থেকে সৈনিক ক্লাব পর্যন্ত এসে দেখি রাস্তা বন্ধ। আমি গাজীপুরে যাব। বাসের অপেক্ষায় এখানে বসে আছি। কিছু পথ হেঁটেছি। এখন ক্লান্ত হয়ে বসে আছি, কিন্তু বাসের কোনো দেখা নেই। একটু একটু করে হাঁটছি, আবার বসে বিশ্রাম নিচ্ছি। কিন্তু এভাবে আর কত দূর যেতে পারব।’

এক নারী (৩৫) বলেন, ‘উত্তরাতে আমার অফিস। সকাল সাড়ে ৮টায় আগারগাঁও থেকে রওনা হয়েছি। সাড়ে ৯টায় জাহাঙ্গীর গেট পর্যন্ত আসি, তারপর আটকে পড়ি। পরে ক্যান্টনমেন্ট দিয়ে সৈনিক ক্লাব যাই। হেঁটে বনানী পার হব, তারপর গাড়ি বা সিএনজি পেলে হয়তো অফিসে যেতে পারব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা বন্ধ থাকায় মহাখালীর দিক থেকে কোনো গাড়ি বনানী যেতে পারছে না। এছাড়া এয়ারপোর্টের দিক থেকে আসা গাড়িগুলো বনানী পার হয়ে ঢুকতে পারছে না। বাসগুলো বনানী কবরস্থানের মোড়ে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে। তারপর আবার ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া চেষ্টা করছে।’

এর আগে, রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী নিহত ও একজন আহত হন। এই ঘটনায় সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.