শিশু ধর্ষণের বিচারের দাবিতে আইনজীবীদের মিছিল, সমাবেশ

মাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। রবিবার (৯ মার্চ ) সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ হয়।

আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। পরে আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

সমাবেশে আইনজীবীরা আট বছরের শিশু কন্যা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। একই সঙ্গে দ্রুত মামলার তদন্ত শেষ করে বিচারের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন। প্রতিটি ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রত্যেক আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন আইনজীবীরা।

সমাবেশে আরও ছিলেন—ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম বিউটি, সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হাসান অপু, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু, মো. শামছুজ্জামান দিপু, আনোয়ার হোসেন চাঁদ প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.