ইতালিতে একদিনেই ১৬৮ জনের মৃত্যু!
পুরো বিশ্বে বইছে করোনা ঝড়। এর মধ্যে ইতালির অবস্থা চরম বিপর্যস্ত। গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে ১৬৮ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জনে।
ইতালির ২০টি প্রদেশের সবগুলোতেই কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ইতালিতে করোনা ঝুঁকি কমাতে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে বন্ধ রয়েছে সব ধরণের লোক সমাগম। বিগত রেকর্ড বলছে চীনের চেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে ইরান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আর সারা বিশ্বে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা সবমিলিয়ে ৬৪ হাজার।

Comments are closed.