গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ৬টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকার এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, এ্যালটেক অ্যালুমিনিয়ামে পাউডার কোটিং সেকশনে যে ওভেন আছে, সেই ওভেন থেকে একজস্ট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই একজস্টের সেখানে স্ফুলিঙ্গ ছিল। ওই স্ফুলিঙ্গ থেকে আগুনটা সিলিংয়ে ছড়িয়ে যায়। সিলিং থেকে মুহূর্তে পুরো সেডে আগুন ছড়িয়ে যায়। এটা বিশাল আকৃতির আগুন ছিল।

 

You might also like

Comments are closed.