নিউমার্কেট এলাকায় তীব্র যানজট

রাজধানীর নিউমার্কেট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। দুর্ভোগে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনে থাকা মানুষজনকে।

শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিউমার্কেট এলাকায় দেখা যায়, ঈদের কেনাকাটা এবং ফুটপাত থেকে সড়কের মাঝ পর্যন্ত হকারদের দখলে চলে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়।

এছাড়াও সড়কের অনেকটা অংশ জুড়ে গাড়ি পার্ক করে রাখায় সড়কে দিয়ে অন্যান্য গাড়ি চলছে খুব ধীর গতিতে।

পুলিশের উপস্থিতি থাকলেও তাদের এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

You might also like

Comments are closed.