বাড়ির উঠানে ঘুরছিল ৩ শাবকসহ মেছোবাঘ

বাড়ির উঠানে ঘুরছে তিন মেছোবাঘের শাবক, সঙ্গে তাদের মা। শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়। পরে তিন শাবককে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) কুমিল্লার বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকেলের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়।

স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছোবাঘটি পালিয় যায়। পরে শাবকগুলোকে আটক করে। এখন সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাচায় রাখা হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম বলেন, ‘শাবকগুলো উদ্ধার করে আনতে আমাদের লোক পাঠিয়েছি। উপযুক্ত জায়গায় সেগুলো অবমুক্ত করব। এগুলো বনবিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস, মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধানে মাঝেমধ্যে তারা লোকালয়ে চলে আসে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির হয়।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.