মিলগেটে সয়াবিন তেল ১৫৩ টাকা, অমান্য করলে ব্যবস্থা
চট্টগ্রামে এক লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৫৩ ও খুচরায় ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপরে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।
চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট এমনিতেই ছিল, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও সুফল মেলেনি।
এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশেষ টাস্কফোর্স। প্রায় দুই ঘণ্টার বৈঠকে নিজেদের অবস্থা তুলে ধরেন ব্যবসায়ীরা।
পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। মিলগেটে ১৫৩ ও খুচরা বাজারে ১৬০ টাকা দাম বেধে দেয় টাস্কফোর্স।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ‘ইমপোর্টারদের রেট ১৫৩ টাকা পার লিটার। আপনারা যারা ট্রেডার্স আছেন তাদের জন্য ১৫৫ টাকা আর বাহিরে যারা বিক্রি করবে খুচরা মূল্য ১৬০ টাকা পার লিটার। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো।’
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। কেউ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক জানান, ‘কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন কিন্তু এটা অতিক্রম করা যাবে না। এটা রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’

Comments are closed.