আটক থেকে বাঁচতে পালানোর সময় নদীতে পড়ে জেলের মৃত্যু

বরিশালের কালাবদর নদীতে অভিযানে আটক থেকে বাঁচতে ট্রলার নিয়ে পালানোর সময় নৌকা থেকে ছিটকে পড়ে মিরাজ ফকির (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই উপজেলার মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে। উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান থেকে বাঁচতে গিয়ে দ্রুত পালানোর সময় ট্রলার থেকে এক জেলে নদীতে পড়ে যান। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শুনেছি তিনি মারা গেছেন।

মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক বলেন, ট্রলার থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। নৌ-পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যায় মাছ শিকারে কালাবদর নদীতে কয়েকটি জেলে নৌকা থেকে জাল ফেলানো হয়। খবর পেয়ে মেরিন ফিশারিজ অভিযানে এলে জেলে ট্রলারগুলো নিরাপদে চলে যেতে চায়। এসময়ে তাদের ধরতে দ্রুত গতিতে স্পিডবোট চালিয়ে আসায় ঢেউয়ে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যায় মিরাজ ফকির। এরপর সবাই মিলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

 

You might also like

Comments are closed.