রাজধানীর শাহজাদপুরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সোমবার বেলা ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বেলা ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকার ভাটারার শাহজাদপুরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চার জন নিহত হয়েছে। তারা সবাই পুরুষ। নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ বাথরুমের ভিতরে এবং তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে ছিল।
সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

Comments are closed.