দোকানে আগুন, নেভাতে গিয়ে দগ্ধ ব্যবসায়ী

মাদারীপুরের শিবচরে দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (২ মার্চ) রাতে উপজেলার শিরুয়াইল বাজারের দোকানে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের রোকন ফকিরের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে রোকনের রেস্তোরাঁ পুড়ে প্রায় ৪ লাখ, মানিক দাসের সেলুন পুড়ে প্রায় ৮০ হাজার ও ইলিয়াস খালাসীর মুরগির দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

You might also like

Comments are closed.