পতিত রাজনৈতিক শক্তি ইন্ধন যোগাচ্ছে অপরাধে: ডিবি প্রধান
চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালাবে গোয়েন্দা।
শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবির পরিকল্পিত কার্যক্রম’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ব্রিফ করছিলেন তিনি।
ডিবি প্রধান বলেন, যেকোনো অপরাধীর বিরুদ্ধেই ডিবি জিরো টলারেন্স। রমজান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তথ্য প্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এসময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা।
ডিবি প্রধান জানান, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময় মার্কেট শপিং মল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ডিবি প্রধান দাবি করেন, যৌথ বাহিনীর পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে তিনি ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়া চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করে। নাশকতারকারীদের বিষয়ে নগরবাসী সর্তক থাকার আহবান ডিবির এই কর্মকর্তার।
সংবাদ সম্মেলন ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ ও ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।