পাওনা টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের বিরোধ ছিল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ২ হাজার পাওনা টাকা চাওয়া নিয়ে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা-কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে । এ বিষয়ে এখনও কাউকে আটক করা যায়নি । থানায় এখনও কোনো মামলা হয়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.