দেশের বাইরেও মেধা ছড়াচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা: উপাচার্য

শুধু দেশ নয়, দেশের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা মেধা ছড়িয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।

শনিবার (১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্দশ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রফেসর নিয়াজ আহমেদ খান বলেন, পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ঢাবির গণিতবিদরা তাদের মেধার স্বাক্ষর ছড়িয়ে দিচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে।

নবীন ও প্রবীণের সমন্বয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে এ বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন ঢাবি উপাচার্য।

এদিন নবীন ও প্রবীণের পদচারণায় মুখর হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা। মিলনমেলায় যুক্ত হতে কেউ কেউ আসেন দূর-দূরান্ত থেকে, কেউ বা আসেন ভবিষ্যত প্রজন্মকে সঙ্গে নিয়ে। তাই উচ্ছ্বাসের মাত্রাও এখানে অন্যরকম। এ যেন শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গনে দেশসেরা গণিতবিদদের মিলনমেলা। নেই ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড– তবুও পুরনো সেই দিনগুলোর স্মৃতি ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যাচ্ছে সবার প্রাণে। তাই তো এত বছর পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে সবাই মেতেছেন গল্পে, আড্ডায়, আর মুঠোফোনে প্রিয় মুহূর্ত বন্দিতে।

অনুষ্ঠানে ১৫ জন সাবেক শিক্ষককে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা জানানোর এ মুহূর্তে পুরো প্রাঙ্গণজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.