শিল্পকলা একাডেমি থেকে জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সৈয়দ জামিল আহমেদ পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি শুক্রবার মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী বক্তব্যেও তিনি পদত্যাগেরে বিষয়টি জানান।

বক্তব্যের সময় সৈয়দ জামিল বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন সৈয়দ জামিল আহমেদ। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গুণী এ নাট্য নির্দেশক ও শিক্ষক বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হয়নি।

সৈয়দ জামিল আহমেদ বলেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

You might also like

Comments are closed.