নতুন দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
নতুন দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল তরুণদের দলটি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে নতুন দল এনসিপি গঠন করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মানিক মিয়ায় আসতে শুরু করেন।
তার আগে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। ইতোমধ্যে তাকে দলটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও চূড়ান্ত হয়েছে।
এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি করা অস্থায়ী মঞ্চের সাজসজ্জায় স্থান পেয়েছে আবু সাঈদের প্রসারিত হাত আর আর জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। ৩৬ রাজনৈতিক দলসহ ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। তাদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।