নদীতে ভাসছিল নারীর লাশ

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকার বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তাদের সহায়তায় লাশটি তীরে আনা হয়। এলাকার কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশের পাশে নদীর তীরে একটি স্কেচার পাওয়া গেছে। পরে পাথরঘাটা থানায় খবর দেওয়া হয়।

ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে থাকায় কাঁকড়া বা মাছের কামড়ে চেহারায় রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া লাশের পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.