দোহারে ডাকাত ধরতে গিয়ে গুলিবিদ্ধ দুজন

ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তারা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, বুধবার রাতে আমাদের বাড়ি থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দোহার থানার ওসি রেজাউল ইসলাম বলেন,  এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You might also like

Comments are closed.