নারী দিবসে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি পোশাক শ্রমিকদের
সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও পোশাকসহ অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস। তাই সরকারি সেক্টরের মতো পোশাক শ্রমিক ও অন্যান্য সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ কনফেডারেশন অব লেবার’ নামক একটি সংগঠন।
রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত হলে নারীর অধিকার নিশ্চিত হবে। সমাজ, সভ্যতা, সংস্কৃতিতে এগিয়ে যাওয়ার সঙ্গে নারীদের অধিকার লড়াই চলমান। সভ্যতার আজকের বাস্তবতাতেও নারীদের সর্বক্ষেত্রে অধিকার ও সাম্য প্রতিষ্ঠা হয়নি। বিশ্বের প্রতিটি অঞ্চলে নারীদের এগিয়ে চলার প্রতিটি ধাপ আজও মসৃণ হয়ে ওঠেনি। তাই মানবাধিকারই নারীর অধিকার। সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকলেও গার্মেন্টস ও অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস, যা উন্নয়নে বাধা। নারীর সার্বিক ক্ষমতায়ন জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শ্রমবাজারের প্রবেশগম্যতা বৃদ্ধি এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদরূপে নারীকে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা গৃহশ্রমিকের মানবাধিকার কার্যকর সুরক্ষা উন্নয়ন কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন-১০২, ১৮৯ ও ১৯০ এ সরকারের অনুস্বাক্ষর জরুরি।
আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন শহীদ প্রমুখ।