কানের দুল নিতে ছিনতাইকারীর ছুরিকাঘাত, নারীর মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই গুরুতর অবস্থায় সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমার স্বামী আক্তার হোসেন বলেন, মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলেন আমার স্ত্রী। পথে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীরা তাকে মাথা ও শরীরে ছুরিকাঘাত করে কানের দুল ও দুই হাজার টাকা নিয়ে যায়।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বড়কান্দি এলাকায়। কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকি আমরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

You might also like

Comments are closed.