ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?
অর্থ উপদেষ্টার কর্মসূচি: বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ ছাড়া বেলা সোয়া ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বিএনপির কর্মসূচি: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বনানী সামরিক করবস্থানে শ্রদ্ধা নিবেদন।
বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৪টা বাংলা একাডেমি কবি শামসুর রহমান হলে ‘জিয়া পরিষদ-এর বইয়ের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দুপুর ২টায় কামরাঙ্গীরচর কুড়ারঘাট হাসপাতাল মাঠে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় কবিতা পরিষদের কর্মসূচি: সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৫’ প্রদান।