বাংলাদেশে স্টারলিংক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার

স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মাস্ককে ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সফর এবং স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

১৯ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা মাস্ককে বলেন যে, বাংলাদেশ সফর তাকে এই অগ্রণী প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকা বাংলাদেশি তরুণ-তরুণীদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেবে।

‘আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে একসঙ্গে কাজ করি।-চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা।

চিঠিতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য।

প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে বলেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য স্টারলিংককে প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।

প্রধান উপদেষ্টা ১৩ ফেব্রুয়ারি স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলাপ করেন তারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.