ক্যাপ্টেন মাশরাফির বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা যেন একেবারেই অনুমেয়-ই ছিল।

তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে ৪ রানে হেরেছিল সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচেও ১২৩ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করল মাশরাফি বাহিনী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার ব্যাটিং করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে শন উইলিয়ামসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।

ম্যাচ শুরুর ৩৩.২ ওভারের সময় সিলেটের আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই ঘণ্টার বৃষ্টি থামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। তামিম ও লিটনের ঝোড়ো ও রেকর্ডময় ইনিংসের দেখা পায় বাংলাদেশ।

মাশরাফির অধিনায়কত্বের শেষদিনে ২৯২ রানের জুটি গড়েন এ দুজন। বৃষ্টির পরের ৫৮ বলে ১৪০ রান তোলে তামিম-লিটন। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তামিম ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.