একটি বাসের ধাক্কায় নিহত আরেক বাসের চালক, হেলপার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হিরোন্নকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হিরোন্নকান্দি এলাকায় একটি বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। আহত হন অন্তত ১২ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা একটি বাসের চালক ও সুপারভাইজার বলে বাসের কয়েকজন যাত্রী জানান।

You might also like

Comments are closed.