সাবেক ২২ ডিসি, এক যুগ্ম-সচিব বাধ্যতামূলক অবসরে
২০১৪ ও ১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসক (ডিসি) ও এক যুগ্ম-সচিবকে বাধ্যতামুলক অবসরে পাঠিয়েছে সরকার। এই ২২ ডিসি এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন
এর আগে দুই দফায় ৪৫ জন সাবেক ডিসিকে ওএসডি করেছে সরকার।
জনপ্রদর্শন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন। তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। তাই যাদের চাকরির বয়স ২৫ এর উপরে তাদের বাধ্যতামুলক অবসরে পাঠানো হচ্ছে। আর যাদের চাকরির বয়স ২৫ এর কম তাদেরকে ওএসডি করা হচ্ছে।’