চীনের মেডিকেল ভিসা মিলবে একদিনেই
আওয়াশী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা-সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। এ লক্ষ্যে দেশটির কুনমিং প্রদেশে বাংলাদেশিদের জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা এক দিনের মধ্যেই ভিসা পাবেন– এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত বলেন, এক দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।