করোনা থেকে বাঁচতে আজ সারা দেশে মসজিদে মোনাজাত

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোওয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস উদ্বেগজনক মাত্রায় ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বই এখন করোনাভাইরাসের ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, বাংলাদেশও রয়েছে এর উচ্চ ঝুঁকিতে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর বাসসের।

You might also like

Comments are closed.