নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন– নাজমুল করিম ও রতন শেখ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাপাসিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. তাহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গনি শেখের ছেলে শিহাব শেখ বাদী হয়ে রাতেই কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, রবিবার দুপুর ১টার দিকে উপজেলার নলগাঁও খয়ড়াপাড়া গ্রামের বাড়ির পাশের ধানখেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You might also like

Comments are closed.