নোয়াখালীর হাতিয়ায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোদি বিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িরচর ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ভারতের দিল্লিতে সহিংসতা, হত্যা, মসজিদ ভাঙচুর এবং মুজিববর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে স্থানীয় মুসল্লিরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, স্থানীয় মুসল্লিরা মোদি বিরোধী একটি বিক্ষোভ মিছিল করার পর সড়ক দখল করে সমাবেশ করার চেষ্টা করে। সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।।

You might also like

Comments are closed.