মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১২ জন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনে পেছন থেকে সুরভি পরিবহন ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়জিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সুরভি পরিবহনের ১০-১২ জন গুরুতর আহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ মারা যায়নি। মাওয়াগামী লেনে প্রায় ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.