ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে সৌদি আরবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। তিন বছর পূর্ণ হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এই যুদ্ধের বিরোধী, এই যুদ্ধ শেষ করা তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

পুতিনের সঙ্গে ফোনালাপকে ‘দীর্ঘ ও বেশ কার্যকর’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ক্রেমলিন আলোচনার কথা নিশ্চিত করেছে। দুই নেতার ফোনালাপ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

পেসকভের ভাষ্যমতে, দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন। তাঁরা এই বিষয়েও সম্মত হয়েছেন যে, মস্কো ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সময় হয়েছে।

ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ট্রাম্প এতে সম্মত হয়েছেন। জবাবে পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। পুতিনও এতে সম্মত হয়েছেন।

কিছুদিন ধরে জল্পনা চলছিল, ট্রাম্প-পুতিন তৃতীয় কোনো দেশে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল, তা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত হতে পারে।

পুতিনের সঙ্গে আলোচনার পর জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। তাঁদের আলাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানিয়েছে জেলেনস্কির অফিস।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সঙ্গে আলাপের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘জেলেনস্কির সঙ্গে সবে কথা বললাম। পুতিনের মতো তিনিও শান্তি চান।’

একই পোস্টে পুতিন এটাও জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করবেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে আলাপকে ‘অর্থপূর্ণ’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। মস্কোর ভাষায় যা ‘বিশেষ সামরিক অভিযান’। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি দখল করে নিয়েছে রাশিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.