নাইজেরিয়ায় অন্তত ৫০ জনকে গুলি করে হত্যা

নাইজেরিয়ার একটি গ্রামে অন্তত ৫০ জনকে গুলি করে হত্যা করেছে এক দল বন্দুকধারী। দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনে রাজ্যে এই ঘটনা ঘটেছে।

রাজ্যটির গভর্নর জানিয়েছেন, প্রতিবেশী নাইজার রিপাবলিক, কাতসিনা ও জামফারা রাজ্য থেকে এসে সন্দেহভাজন বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে।

এখনো কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জানা যায়নি হামলার কারণ। তবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

গত মাসে দেশটিতে ডাকাতদের হামলায় একই পরিবারের ১৬ জনসহ ২১ জনের মৃত্যু হয়।

You might also like

Comments are closed.