জাতীয় সমাজতান্ত্রিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার দলটির পুনর্নির্বাচিত সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুল হক ইনু সভাপতি ও শিরীন আখতার সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্যের স্থায়ী কমিটি এবং ৫১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের নাম প্রস্তাব করলে তা কাউন্সিলে সর্বসম্মতভাবে অনুমোদন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্সিল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছরের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর নামের প্রস্তাব সর্বসম্মতভাবে চূড়ান্ত অনুমোদন করে।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, রেজাউল করিম তানসেন, আফরোজা হক রীনা, নুরুল আখতার, আবদুল হাই তালুকদার, ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, সফিউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট মজিবুল হক বকু, লোকমান আহমেদ, মোহর আলী চৌধুরী, উম্মে হাসান ঝলমল, নাইমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাঙ্গা, মোখলেছুর রহমান মুক্তাদির, অ্যাডভোকেট সাদিক হোসেন, আবদুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু ও মীর্জা মো. আনোয়ারুল হক।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, খালিদ হোসেন, আবদুল আলীম স্বপন, মো. নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন বাবুল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কুমারেশ রায় ও স ম আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক পদে দুটি পদ খালি রাখা হয়েছে। কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহদপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশীদ। সহদপ্তর সম্পাদক পদে অপর পদ খালি রাখা হয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, গণমাধ্যম সম্পাদক শফিকুজ্জামান শফি, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক কাজী সালমা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক শহীদ আলমগীর, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম, মুক্তিযুদ্ধ সম্পাদক শেখ বজলুর রশিদ, আন্তর্জাতিক সম্পাদক জায়েদুল কবির, নারী সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী ও সমাজসেবা সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান। শিল্প ও বাণিজ্য সম্পাদক খালি রাখা হয়েছে।

কৃষি সম্পাদক নুরুল আমিন কাউছার, সমবায় সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, শ্রমিক ও কৃষি সম্পাদক আবদুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খাদেমুল ইসলাম খুদী, পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী, ক্রীড়া সম্পাদক এ কে এম শাহ আলম, জনস্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. সালাউদ্দিন সেলিম, স্থানীয় সরকার সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, সংখ্যালঘু ও আদিবাসী সম্পাদক নির্মল কুমার দাশ, সহসম্পাদক আসলাম খান বাবু, আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, আলী হাসান তরুণ, আশরাফুল হক ঝন্টু, কামরুজ্জামান ফসি, শাহীন আখতার পারভিন, দিলরুবা আলিয়া সুলতানা লিমা, মনিরুজ্জামান মনির, কে এ কিবরিয়া চৌধুরী, মফিজুর রহমান বাবুল ও ধীমন বড়ূয়া।

সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ডা. এম এ করিম, অশোক রায়, সারোয়ার চৌধুরী, সাইফুজ্জামান বাদশা, তৈয়বুর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মো. আবদুল্লাহ, অ্যাডভোকেট মো. লিয়াকত আলী, আইয়ুব আলী খান, মাহবুবা আখতার লিপি, ঈশরাজুর রহমান শামীম, অ্যাডভোকেট আহসানুল কবির বাদল, গোলাম মোহসীন, মুনীরুল হক মনির, নাজিমুদ্দিন নজরুল, জিয়াউল হক জনি, বেলায়েত হোসেন, আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, মনিরুল ইসলাম লিটন, মো. ইমদাদুল হক এমদাদ, হাফছা বেগম, অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ, রতন সরকার, মাইনুর রহমান, অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, হাজি মো. ইদ্রিস বেপারী, শেখ গোলাম মর্তুজা, অ্যাডভোকেট তাজউদ্দিন সুফী, কাজী সাইমুল হক, শেখ মাসুদার রহমান মাসুদ, অ্যাডভোকেট আজিজুল হক বকশী, প্রাণ গোবী চৌধুরী, শফিকুর রহমান বাবুল, এ বি এম জাকিরুল হক টিটন, জাহিদ হোসেন ফিরোজ, জাহিদুল আলম, আরতী রানী সিংহ রায়, মোহাম্মদ হোসেন, জিয়াউল হক তরফদার মাহিন, আমির হোসেন মোল্লা, অ্যাডভোকেট আবদুস সালাম, হেনা সোবহান, ডি এম আলম, আহমেদ হোসেন নিজামী, মোসলেম উদ্দিন আহমেদ, এস এম ইদ্রিস আলী, মাহবুবুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, আহাম্মদ আলী, শারমীন সুলতানা, এলমা লতিফ শিল্পী ও মুহাম্মদ সামছুল ইসলাম সুমন।

২১ সদস্যের স্থায়ী কমিটিতে ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- হাসানুল হক ইনু এমপি, শিরীন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ডা. এম এ করিম, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, রেজাউল করিম তানসেন, আফরোজা হক রীনা, নুরুল আখতার, নাদের চৌধুরী, মোখলেছুর রহমান মুক্তাদির, আবদুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন ও ওবায়দুর রহমান চুন্নু।

৫১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে ৯টি পদ খালি রয়েছে। অন্যরা হলেন- গোলাম ফারুক, সৈয়দ রফিকুল ইসলাম বীরপ্রতীক, কাজী রিয়াজ, আবদুল মতিন মিঞা, অ্যাডভোকেট তৈমুর রহমান, আ ত ম সালেহ, অ্যাডভোকেট মো. আবদুর রফিক, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, এমদাদুল ইসলাম আতা, মো. সবেদ আলী, শ্যামল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, তালুকদার হুমায়ুন কবির, শাহ শরিফুল ইসলাম বাবুল, আহমেদ নিজাম মন্টু, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, ডা. একরামুল হোসেন স্বপন, ডা. একরাম হোসেন, আলহাজ সামসুল হক, আলহাজ মনোয়ার হোসেন, আলহাজ আবদুস সাত্তার, কৃষিবিদ মো. আবদুস সাত্তার. মোহা. মেহের আলী, আবদুল হক, আবদুর রউফ, অ্যাডভোকেট ইমামুল ইসলাম, অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, অ্যাডভোকেট খন্দকার আবদুল হাই, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংবাদিক দুলাল সাহা, শফিউর রহমান শফি, মালেক সরকার, শামীম আখতার, সৈয়দ সায়াদউল্লাহ রুমী, শাজাহান সাজু, এনাম আহমেদ চৌধুরী, মো. মুহিবুর রহমান, ইকবাল হোসেন রতন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবু, শহীদুল ইসলাম, আহমদ শরীফ ও রাশ মাসুদুর রহমান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.