বিদেশি পিস্তলসহ আটক এজেন্ট ব্যাংকের কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটক যুবক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়। এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে হরিনারায়ণপুর এলাকার পলাতক কারাদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াসহ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, সোহেলের বাড়ি তল্লাশির সময়ে তার শয়ন কক্ষের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You might also like

Comments are closed.