মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

 

 

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তাবাসকো রাজ্যের ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার তাদের বিবৃতিতে উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে।

বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বলে পরিচালনা কোম্পানি ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, “এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।”

ফেইসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা ‘যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত’ বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে।

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.