ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে বিপ্লবী ছাত্র পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সি ইউনিটে (বাণিজ্য অনুষদ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র পরিষদ।

শনিবার( ৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভর্তিচ্ছুদের সহায়তায় স্থাপিত তথ্য সহায়তা ডেস্ক থেকে অভিভাবক ও ভর্তিচ্ছুদের নানা সেবা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সেবার মধ্যে ছিল, পরীক্ষার কেন্দ্র এবং সিট খুঁজে পেতে সাহায্য করা, অভিভাবকদের বিশ্রাম ও অপেক্ষা সুবিধা, নিরাপদ খাবার পানি সরবরাহ এবং মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা।

এছাড়া পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে জরুরি মোটরসাইকেল সেবা দেওয়া হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল, কলম ও শুভেচ্ছাপত্র দিয়ে বরণ করে নেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শুভেচ্ছাপত্রে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে নবীন শিক্ষার্থীদের কর্জে হাসানা তথা বিনা সুদে অর্থ সহায়তা দেবে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, বিপ্লবী ছাত্র পরিষদ হলো আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও পরিচালনার নেতৃত্ব গড়ে তোলার সংগঠন। আমরা শুভেচ্ছাপত্রে শিক্ষার্থীদের জানিয়েছি আমাদের সংগঠন তাদের পাশে আছে। তাদেরকে প্রয়োজনে আর্থিক সহায়তার পাশাপাশি বিনা সুদে ধার হিসেবে কর্জে হাসানা প্রদান করব।

ভর্তি সহায়তা কার্যক্রমে অংশ নেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ উল্লাহ খাঁন ও নেছার আহমেদ তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সদস্য সচিব মুহিব মুশফিক খান, কেন্দ্রীয় সদস্য মুস্তাকিম বিল্লাহ ও বিশ্ববিদ্যালয় সদস্য মো. ওয়াহিদুল ইসলাম ও ফারজায়ান জাকি আহসান প্রমুখ।

You might also like

Comments are closed.