এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে মামলা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চালালে ভিডিও দেখে ২১ ফেব্রুয়ারি থেকে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাসিব হাসান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য আমরা পুলিশকে বলব। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু ভিডিও ক্যামেরাগুলো আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে, আর এখানে সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকা সম্ভব নয়। সে জন্য আমরা একটা কেব্‌লের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ দেব, যাতে তারা সেখানে বসেই তদারকি করতে পারে।’

মামলার তথ্যের ওপর ভিত্তি করে একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওই গাড়ির চলাচল নিষিদ্ধ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

হাসিব হাসান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যাত্রা শুরুর পর থেকে আমরা মূলত পাঁচটি সমস্যা মোকাবিলা করছি। এগুলো হলো ওভারহিট গাড়ি, চাকা পাংচার হওয়া, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রীসেবা, দুর্ঘটনা।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাসিব হাসান খান। ছবি: সংগৃহীত

হাসিব বলেন, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এ পর্যন্ত শুধু জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। চাকা পাংচারের (টায়ার ফেটে যাওয়া) ৫১টি ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার ২০টি ঘটনা ঘটেছে। এর বাইরে এ পর্যন্ত বড় আকারের ১০টি দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে বেশ কিছু দুর্ঘটনা ও উদ্ধারকাজের ভিডিও দেখানো হয়৷

You might also like

Leave A Reply

Your email address will not be published.