ম্যুরাল ভাঙার হুমকি, সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার
সুপ্রিম কোর্টের সামনের ম্যুরাল ভাঙার হুমকির খবরে আদালত এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইকোর্টের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
দায়িত্বরত কর্মকর্তারা জানান, সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২নম্বরের বাড়ি ভেঙে ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ হাজার হাজার ছাত্র-জনতা।
এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ফ্যাসিবাদের কোন স্থান এই দেশে নাই। যতদিন ছাত্র জনতা আছে এই দেশে তাদের ঢুকতে দেওয়া হবে না।
এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গা শুরু হলে ঢাকার বাইরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও অনেক নেতার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ও ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এমন কি আওয়ামী লীগের পক্ষে বার বার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও দেশদ্রোহী কথা বলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

Comments are closed.