কুমার নদে চারদিন পর ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

মাদারীপুরের কুমার নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া দুই ভাই বোনের মরদেহ চারদিন পর ভেসে উঠেছে। পরে স্থানীয়রা মরদেহ দুটো উদ্ধার করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

নিহতরা উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের সন্তান। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে বাড়ি ফিরেই পাশের কুমার নদে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে থানতলি ও রাস্তি এলাকার কুমার নদীর তীরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহ দু’টি উদ্ধার করে।


শিশুদের স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

নিহতদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো! আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান কেন কেড়ে নিল।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।

You might also like

Comments are closed.