এখনও সন্তুষ্টির অনেক জায়গা বাকি, তবে আশাহত নই: রিজওয়ানা হাসান
আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পার হলো। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সময়ও প্রায় একই। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা বলেন, এখনও সন্তুষ্টির অনেক জায়গা বাকি। তবে আশাহত নয় সরকার। একিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এভাবেই সাক্ষাৎকার দেন। বলেন, বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা। আর সেই একদফা থেকে ঐতিহাসিক গণঅভ্যুত্থান। যার জোয়ারে ভেসে যায় পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী।
দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নতুন বাস্তবতায় গেলো ৮ আগস্ট দেশের হাল ধরেন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
কেমন গেলো এই সরকারের দেশ চালানোর ছয় মাস? আইনশৃঙ্খলা, বাজারের মানুষের নাভিশ্বাস এমন অনেক কিছুই নিয়েই ক্ষোভ আছে জনমনে। তবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভাষায়; সন্তুষ্ট হবার জন্য অনেক কিছুই এখনও বাকি।
তিনি বলেন, ছয় মাসের অর্জন বলতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। বেশ কটি কমিশনের প্রতিবেদন এখন প্রধান উপদেষ্টার দপ্তরে। তবে যাদের হাতে এই সংস্কার বাস্তবায়নের ভার; এবার সেই রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অপেক্ষায় আছে অন্তর্বর্তী সরকার।
শিক্ষার্থীদের নতুন দল সরকারে থেকে, নাকি পদ থেকে পদত্যাগ করে। প্রশ্ন অনেক। তবে, উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন, যে বা যারাই দল করুক; তাতে সরকারের সমর্থনের সুযোগ নেই।
সেন্টমার্টিনে পর্যটক যেতে দু মাসের নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা বললেন বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা আট কিলোমিটারের এই দ্বীপ রক্ষার স্বার্থেই এমন উদ্যোগ।
এছাড়া বায়ুদূষণ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী-খাল দখলমুক্ত করার কার্যক্রমও চলছে জোরেশোরে। গতিটা ঠিক থাকলে শিগগিরই দৃশ্যমান হবে অনেক অর্জন।