রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা তামান্না গ্রেপ্তার

রাশিয়ায় মানবপাচারে অভিযুক্ত তামান্না জেরিন নামের সেই নারীকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা বলে জানিয়েছে সংস্থাটি। তার পাঠানো লোকজনকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মামলা রয়েছে।

সম্প্রতি ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে দুই বাংলাদেশিকে অংশ নিতে হয়েছে যুদ্ধে। গত ২৬ জানুযারি ড্রোন হামলায় প্রাণ হারান তাদের একজন হুমায়ুন কবির। তিনি ও তার দুলাভাই রহমত আলীকে প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর রাশিয়ায় পাঠানো হয়েছিল।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। যার নেপথ্যে পাওয়া যায় তামান্না জেরিনের নাম। এরপরই তার ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.